কলেজ পরিচিতি: ডোমার সরকারি কলেজ উত্তর জনপদের নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত। ডোমার সরকারি কলেজ ১৯৬৯ সালে স্থাপিত হয়। ১৯৮৭ সালে কলেজটি সরকারি কলেজ হিসবে জাতীয়করণ করা হয়। ১০ একর জমির উপর প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী (পাস) কোর্স ও দুইটি বিষয়ে (রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি) অনার্স কোর্স চালু আছে। কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২০০০ (দুই হাজার)। শিক্ষক সংখ্যা অপ্রতুল। ২৫টি পদের বিপরীতে মাত্র ০৮ (আট) জন শিক্ষক (অধ্যক্ষসহ) কর্মরত আছেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ টি বিষয়ে পাঠদানের অনুমতি রয়েছে। কলেজটিতে চারটি ল্যাব, তিন তলা একটি ভবন, দুইটি টিনসেড ভবন রয়েছে। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে কলেজটিতে একটি ছয় তলা একাডেমিক ভবন, একটি পাঁচ তলা ছাত্রাবাস ও একটি পাঁচ তলা ছাত্রীনিবাসের নির্মাণ কাজ চলামান। কলেজটির পাঠদান ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি চায় এলাকাবাসী।